অদৃষ্ট:-
তোমার দর্শনের, জ্ঞানের পাল্লা যতটুকু, অদৃষ্ট ঠিক তারই আগে। দেখতে পাচ্ছ না, জানতে পাচ্ছ না-তাই অদৃষ্ট। তোমার শয়তান অহঙ্কারী আহাম্মক ‘আমি'-টাকে বের ক'রে দাও, পরমপিতার ইচ্ছায় তুমি চল, অদৃষ্ট কিছুই করতে পারবে না ।
পরমপিতার ইচ্ছাই অদৃষ্ট। তোমার সব অবস্থাতেই তাঁর মঙ্গল ইচ্ছা বুঝে' সেই দিকেই বাস্তবভাবে চলতে থাক- দেখবে কাতর হবে না, বরং কত সফলতা আসবে, দুঃখেও আনন্দ পাবে। কাজ ক'রে যাও, অদৃষ্ট ভেবে ভেঙ্গে প'ড়ো না, আল্সে হয়ো না। যেমন কাজ করবে, তোমার অদৃষ্ট তেমনিহ'য়ে দৃষ্ট হবে। সৎকর্ম্মীর কখনও অকল্যান হয় না- একদিন আগে আর পাছে।
পরমপিতার দিকে তাকিয়ে কাজ ক'রে যাও। তাঁর ইচ্ছাই অদৃষ্ট, তা-ছাড়া আর-একটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হ'য়ে ব’সে থেকো না। অনেক লোক 'অদৃষ্টে নেই' ব'লে হাল ছেড়ে' দিয়েই ব'সে থাকে, অথচ নির্ভরতাও নেই, শেষে সারাজীবন দুঃখে কাটায়-ওসব আহাম্মকী। তোমার তুমি গেলেই অদৃষ্ট ফুরুলো-দর্শনও নেই, অদৃষ্টও নেই ।
10