চলার সঙ্কেত
কোন প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না। একমাত্র পরমপুরুষের সংস্কার ছাড়া যা-কিছু সবই বন্ধন । দিয়ে দাও, নিজের জন্য কিছু চেয়ো না। অন্যে প্রকৃত মঙ্গলের অধিকারী হয় এমনতর করো; - দেখবে সব তোমার হ'য়ে যাচ্ছে।
চল, এগিয়ে যাও, রাস্তা ভেবে ক্লান্ত হয়ে প'ড়ো না, তা-হলে আর যাওয়া হ'বে না।
তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা কর, অপরকেও তেমনই দিতে চেষ্টা কর;- এমনতর বুঝে' চলতে পারলেই যথেষ্ট। আপনিই সবাই তোমাকে পছন্দ করবে, ভালবাসবে।
নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশী করতে চেষ্টা কর, দেখবে সবাই তোমাকে খুশী করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশী করতে যেও না, তা হ'লে তোমার দুর্গতির সীমা থাকবে না! এগিয়ে যাও- কিন্তু মেপে দেখতে যেওনা কতদূর এগিয়েছ, তা' হ'লে আবার পিছিয়ে পড়বে। যত পার সেবা কর, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। অনুরোধ কর, কিন্তু হুকুম দিতে যেও না। ধীর হও তাই ব'লে আল্সে, দীর্ঘসূত্রী হ'য়ে প'ড়ো না। ক্ষিপ্র হও, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না! স্থিরপ্রতিজ্ঞ হও, গোঁয়ার হয়ো না।
বীর হও, কিন্তু হিংস্রক হ'য়ে বাঘ-ভালুক সেজে বসো না।
তুমি নিজে সহ্য কর, কিন্তু যে পারে না তাকে সাহায্য কর, ঘৃণা ক'রো না, সহানুভূতি দেখাও, সাহস দাও! নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজ, কিন্তু অপরের বেলায় দাতা হও ।
10