শ্রদ্ধা:-
যখনই কাউকে দেখলে, বা কারু কথা শুনলে, ভাবলে হৃদয়ে একটা ‘আসান’-ভরা উন্নত হর্ষ-উদ্বেলনের ভাব ও চিন্তাময় অনুরাগের ধারা ও ধৃতি ব'য়ে তোমায় তাঁ’তে কৰ্ম্মপ্রবণ, বিনীত, আকাঙ্ক্ষিত ও আসক্ত ক'রে তোলে- তোমার শ্রদ্ধা যে সেখানে আছে তা' কিন্তু ঠিকই ।
শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই-একটি এলে আর একটিও আসে।
10