নিষ্ঠা:-
বিশ্বাস না এলে নিষ্ঠা আসে না- আর নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না।
নিষ্ঠা রেখো, কিন্তু গোঁড়া হয়ো না। বরং নিষ্ঠায় গোঁড়া হও-আর যাঁ'তে নিষ্ঠা আছে তাঁকে দুনিয়ার যা-কিছু স্বীকার ও প্রতিষ্ঠা করে এমনতর লওয়াজিমা দেখলেই সানন্দে সুষ্ঠু আলিঙ্গনে সেবাতৎপর হ'য়ে তৎক্ষণাৎ গ্রহণক 'রো।
তুমি যেমনতর নিঃসংশয়ে নিশ্চিত ও নিনড়ভাবে যা'তে লেগে আছ, তোমার নিষ্ঠার ভাবোদ্দীপনী কৰ্ম্মমুখর উজ্জ্বলতা তা'তে ঠিক তেমনতর।
তাই, মানুষের ভাব ও কর্ম্মের প্রকাশ দেখেই নিষ্ঠার রকমকে মেপে ফেলতে পারা যায়। তাই যে গোঁড়ামির গেরো বা গাঁট নিষ্ঠার অনুপূরক যা-কিছু সব থেকে বঞ্চিত ক'রে রাখে তা মানুষকে যা'তে সে নিষ্ঠাবান্ এমন-কি তার ভিতরকার তাঁকে শুদ্ধ অন্ধতমতেই নিক্ষেপ ক'রে থাকে।
তাই আবার বলি, বরং নিষ্ঠায় যদি তুমি অতিমাত্রায় গোঁড়াও হও তাতেও ক্ষতি নাই, কিন্তু সে গোঁড়ামি যেন যে বা যা-কিছু-তোমার নিষ্ঠা যাঁতে- তা'কে স্বীকার ও প্রতিষ্ঠা করে, সেই সবগুলিকে কিছুতেই কোন রকম রুদ্ধ না- করে-নজর রেখো। প্রতিষ্ঠার অঙ্ক তোমার জীবনে চিরদিনই সিংহাসন হ'য়ে থাকবে।
10