ব্যবহারের নয়টি মন্ত্ৰ:-
১) যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো-আর তা' যদি না-কর, তোমার চাইতে হীন আর কে?
২) তোমার গালে চড় মারলে যদি বলতে পার 'কে কাকে মারে' তবে অন্যের বেলায় বল-ভালই। খবরদার, নিজে যদি না ভাবতে পার, তবে অন্যের বেলায় বলতে যেও না।
৩) যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না।
৪) বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো-এমন ভেলও ভাল।
৫) যদি মানুষ হ'তে চাও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো ।
৬) নিজের মৃত্যু যদি অপছন্দ কর, তবে কখনো কাউকে ‘মর’ বলো না।
৭) হাসো - কিন্তু বিদ্রূপে নয়। কাঁদো-কিন্তু আসক্তিতে নয়-ভালবাসায়, প্রেমে।
৮) বল-কিন্তু আত্নপ্রশংসার বা খ্যাতি-বিস্তারের জন্য নয়। তোমার চরিত্রের কোন উদাহরণে যদি কারো মঙ্গল হয়, তবে তার নিকট তা’ গোপন রোখো না।
৯) তোমার সৎস্বভাব কৰ্ম্মে ফুটে' উঠুক-কিন্তু আপন ভাষায় ব্যক্ত না-হয়, নজর রেখো।
10