তীর্থ :-
যেখানে গমন করিলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয় তাই তীর্থ। কোন মহান পুরুষের সাহচর্য্য বা তাঁর ভাব ও কর্ম্মের সে-সমস্ত অভিব্যক্তি জ্যোতিষ্মান্ডাবে তাঁকে ব্যক্ত করছে তাঁরই সংস্পর্শ-লাভ হচ্ছে তীর্থ- বৈশিষ্ট্য।
আর শ্রদ্ধাবনত হৃদয়ে মানুষ যখনই সেখানে গমন করে তখনই সেই ভাব, কর্ম্ম ও বোধের দীপ্তিতে তার বৃত্তিসমাহিত অন্তঃকরন বৃত্তির বাঁধন হ'তে অনেক পরিমাণেই উন্মুক্ত ও উত্তীর্ণ হ'য়ে উঠে ও পথ পায়-আর তাই হচ্ছে তীর্থের মহিমা।
যখনই তোমার পরিস্থিতি-সংঘাত-সংক্ষুদ্ধ হৃদয় পরিশ্রান্ত অবশতায় পথহারা হ'য়ে- সংসারক্ষেত্রে নিয়ন্ত্রণ- সামঞ্জস্য- সমাধান-প্রবৃত্তি নিশ্চেষ্ট হ'য়ে উঠে' ইষ্টস্বার্থ ও ইষ্টপ্রতিষ্ঠার উদ্দামতা নিষ্প্রভ বেদনায় পৰ্যবসিত হয়, তুমি তৎক্ষনাৎ নিজেকে শ্রদ্ধাবনতিতে আনত করে তীর্থ ভ্রমণে গমণ করিও - স্বাস্থ্য, ভরসা ও পথ উদ্দীপনার সহিত যথাসম্ভব তোমার কাছে আবির্ভূত
হইবেই।



10