নেতা:-
যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে সে-ই নেতা; নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথাসর্বস্ব ঢেলে দাও, দশের পায়ে মাথা বিক্রয় কর আর কারু দোষ ব'লে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা-নতুবা, কেবল মুখে মুখে হয় না।
যদি নেতা হ'তে চাও তবে নেতৃত্বের অহঙ্কার ত্যাগ কর, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথাসর্বস্ব পণ কর, আর যা' মঙ্গল ও সত্য নিজে তাই ক'রে দেখাও আর সকলকে প্রেমের সহিত বল, দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে।
নির্ভর কর, আর সাহসের সহিত অদম্য উৎসাহে কাজ করে যাও। লক্ষ্য রেখো, তোমা হ'তে তোমার নিজের ও অন্যের কোনরূপ অমঙ্গল না আসে-দেখবে সৌভাগ্যলক্ষী তোমার ঘরে বাঁধা থাকবে।
10