সুকৰ্ম্ম ও সাধনা:-
যে কর্মে মনের প্রসারণ নিয়ে আসে তাই সুকর্ম্ম, আর যাতে মনে সংস্কার, গোঁড়ামী ইত্যাদি আনে- ফলকথা, যা'তে মন সঙ্কীর্ণ হয় তাই কুকৰ্ম্ম ।
যে কৰ্ম্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা' করতে যেও না। গোপন যেখানে ঘৃণা লজ্জা ভয়ে- সেইখানেই দুর্বলতা সেইখানেই পাপ ।
যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তই কর, আর যা'তে ক্রুরতা, কঠোরতা, হিংসা তা' আপাততঃ লাভজনক
হ'লেও তার কাছে যেও না।
10