গুরু :-
যাঁর কোন মূর্ত্ত আদর্শে কৰ্ম্মময় অটুট আসক্তি সময় ও সীমাকে ছাপিয়ে তাঁকে সহজভাবে ভগবান্ ক'রে তুলেছে,- যাঁর কাব্য, দর্শন, বিজ্ঞান মনের ভালমন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ ঐ আদর্শেই সাৰ্থক হ'য়ে উঠেছে-তিনিই
সদগুরু।
যিনি প্রেমের অধিকারী, নিঃসন্দেহচিত্তে তাঁরই অনুসরণ কর, মঙ্গলের অধিকারী হবেই হবে।
সদগুরুর শরণাপন্ন হও, সংনাম মনন কর, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি ক'রেই চলতে থাক আমি নিশ্চয় বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। গুরুমুখী হ'তে চেষ্টা কর, আর মনের অনুসরণ ক'রো না উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। গুরুকে আমার ব'লে জানতে হয়-মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ীর লোককে ভাবতে গেলে যেন তাঁর মুখও মনে পড়ে।
সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা কর, তিনি যা বলেন যত্নে তা' রক্ষা ক'রে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা কর আর তাই সাধনা।
তুমি গুরুতে বা সৎ-এ চিত্ত সংলগ্ন ক'রে আত্মোন্নয়নে যত্নবান হও, অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে
গিয়ে আকৃষ্ট হ'য়ে পড়ো না-তা হ'লে আসক্ত হয়ে পড়বে- আত্মোন্নয়ন হবে না। যদি পরীক্ষক সেজে অহঙ্কার নিয়ে সদগুরু কিন্তুা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তা তে তোমাকেই দেখবে, ঠকে আসবে।
সদগুরুকে পরীক্ষা করতে হ'লে তাঁর নিকট সঙ্কীর্ণসংস্কার-বিহীন হ'য়ে ভালবাসার হৃদয় নিয়ে, দীন এবং যতদূর সম্ভব নিরহঙ্কার হ'য়ে যেতে পারলে তাঁর দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে।
তাঁ'কে অহং-এর কষ্টিপাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিং-এ খণ্ডবিখণ্ড হ'ন। হীরক যেমন কয়লা-প্রভৃতি আবৰ্জ্জনায় থাকে, উত্তমরূপে পরিষ্কার না করলে তার জ্যোতিঃ বেরোয় না, তিনিও তেমনি সংসারে অতি সাধারণ জীবের মত থাকেন, কেবল প্রেমের প্রক্ষালনেই তাঁর দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমীই তাঁকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ কর, সৎসঙ্গ কর-তিনি আপনি প্রকট হবেন। অহঙ্করীকে অহঙ্কারী পরীক্ষা করতে পারে। গলিত অহংকে কি ক'রে সে জানতে পারবে? তার কাছে একটা
কিম্ভুতকিমাকার-যেমন অজ-মুর্খের কাছে মহাপণ্ডিত।
কোন মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা ক'রো না, কিন্তু সর্বদা তাঁর অনুসরণ কর।
গুরু হ'তে চেয়ো না, গুরুমুখ হতে চেষ্টা কর আর গুরুমুখতাই জীবনের প্রকৃত উদ্ধারকর্তা ।
সদ্গুরুর আদেশ পালনের মত আর মন্ত্র কী আছে? যিনি ছলে বলে কৌশলে যেমন ক'রেই হোক না কেন- সর্ব্বভূতের মঙ্গলচেষ্টায় যত্নবান, তাঁরই অনুসরণ কর মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোন-প্রকারে কাহাকেও দুঃখ দেন না অথচ অসং-এরও প্রশয় দেন না তাঁরই অনুসরণ কর, মঙ্গলের অধিকারী হবেই হবে।
10