স্বাধীন মত :-
independent opinion
সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা কর এবং বিনয়ের সাহিত স্বাধীন মত প্রকাশ কর। বই পড়ে' বই হ'য়ে যেও না,
তা'র * essence কে মজ্জাগত করতে চেষ্টা কর। +Pull the husk to draw the seed.
উপর-উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ ক'রো না,- কোন কিছুর শেষ না-দেখলে তা’র সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না-জানলে তুমি তা'র বিষয়ে কী মত প্রকাশ করবে?
যা'ই করনা কেন- তার ভিতর সত্য দেখতে চেষ্টা কর। সত্য দেখা মানেই- তা’কে আগাগোড়া জানা, আর তাই-জ্ঞান।
যা' তুমি জান না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না।
তুমি ঠিক-ঠিক জেনো যে তুমি তোমার, তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্ত্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী।
------------------------------------------------------------------------------------------------------
* সার। + তুষটা ফেলে শষ্যটা নিতে হয় ।
10